বৃহস্পতিবার ২১ এপ্রিল ২০২২ - ১৪:০২
শিয়া মসজিদ শহীদ

হওজা / ২০১১ সালে গণবিপ্লব শুরু হওয়ার পর থেকে বাহরাইন দখলকারী স্বৈরাচারী আলে খলিফা সরকার প্রায় ৪০টি শিয়া মসজিদ ভেঙে দিয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আল-লুলু টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন সরকার জনগণের বিপ্লবকে দমন করতে ২০১১ সাল থেকে শিয়া মুসলমানদের ৩৮টি মসজিদকে শহীদ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই মসজিদগুলোর মধ্যে রয়েছে আড়াইশো বছরের পুরনো শেখ আমির মুহাম্মাদ আল-বারিগী মসজিদ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের তদন্ত কমিটির প্রধান মুহাম্মাদ শরীফ বাসিউনিও আলে খলিফা সরকারের এসব অপরাধের কথা স্বীকার করেছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha